Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুর ওষুধের প্রথম ট্রায়ালেই সাফল্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১০:২৮ পিএম

ডেঙ্গুর ওষুধের প্রথম ট্রায়ালেই সাফল্য

প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রথম ওষুধের প্রথম ট্রায়ালে সাফল্য পেয়েছেন গবেষকরা। শুক্রবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের বার্ষিক সভায় এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসন।

কোম্পানিটির ইউরোপীয় শাখা জ্যানেসেনের প্যাথোজেন বিভাগের গবেষক মার্নিক্স ভ্যান লুক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের তৈরি ডেঙ্গুর ওষুধটির মেডিকেল ট্রায়াল সম্প্রতি সম্পন্ন হয়েছে এবং সেই ট্রায়ালের ফলাফল বেশ সন্তোষজনক। 

তিনি জানান, ১১ স্বেচ্ছাসেবী এই ট্রায়ালে অংশ নেন। ট্রায়ারের প্রথম পাঁচদিন প্রতিদিন তাদেরকে ওষুধের হাইডোজ সেবন করানো হয়েছে। তারপর স্বেচ্ছাসেবীদের দেহে ডেঙ্গু ভাইরাসের একটি দুর্বল ধরন প্রবেশ করানো হয়েছে। তারপর ২১ দিন তাদেরকে আবারও নিয়মিত খাওয়ানো হয়েছে সেই ওষুধ।

কয়েক দিন পর স্বেচ্ছাসেবীদের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে ভাইরাসের অস্তিত্বই পাওয়া যায়নি; বাকি ৫ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হলেও তারা সবাই পরীক্ষার দ্বিতীয় পর্যায় অর্থাৎ ২১ দিনের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

ভ্যান লুক আরও বলেন, এবার দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে প্রবেশ করবে জনসন অ্যান্ড জনসন। জনসন অ্যান্ড জনসনের ওষুধটি যদি বাজারে আসে, সেক্ষেত্রে সেটি হবে বিশ্বের ইতিহাসে ডেঙ্গুর প্রথম ওষুধ। এ নিয়ে ভ্যান লুক জানান, আরও অন্তত দুটি ট্রায়াল বাকি রয়েছে। তবে আমরা আশা করছি, এটির কার্যকারিতা বিশ্বের সব অঞ্চলে একই রকম হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম