Logo
Logo
×

জাতীয়

একটি শিশুও যেন পাচারের শিকার না হয়: বিজিবি মহাপরিচালক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১০:১১ পিএম

একটি শিশুও যেন পাচারের শিকার না হয়: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, শিশুদের অধিকার রক্ষায়, বিশেষ করে শিশু পাচাররোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে আর কোনো শিশু যেন পাচারের শিকার না হয়, বাবা-মা থেকে দূরে সরে না যায়, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, এটিই হবে আজকের দিনের দৃপ্ত শপথ। 

রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দফতরে বুধবার শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

পিলখানায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন করা হয়। 

দিবসটি উপলক্ষ্যে পিলখানার বিজিবি সদর দফতর ছাড়াও সারা দেশে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে বিশেষ দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিবির সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম