Logo
Logo
×

জাতীয়

‘ডিম নিয়ে কারসাজির নীলনকশা করা হয়েছিল’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১০:৫৪ পিএম

‘ডিম নিয়ে কারসাজির নীলনকশা করা হয়েছিল’

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, ডিম নিয়ে কারসাজির নীলনকশা করা হয়েছিল। বাজারে সিন্ডিকেট কারা করছেন এটা সবার কাছে পরিষ্কার। সোমবার রাজধানীর কাওরান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের সামনে প্রতিটি ডিম ১২ টাকা মূল্যে বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান ও বিপিএ সভাপতি সুমন হাওলাদার উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকার বিভিন্ন স্থানে ১২ টাকায় ডিম বিক্রির পরিকল্পনা থাকলেও শুরুর দিন টিসিবি চত্বরের পাশাপাশি হাতিরপুল বাজারে ডিম বিক্রির কার্যক্রম পরিচালিত হয়। প্রান্তিক খামারিরা ট্রাকে করে এই ডিম বিক্রি কার্যক্রম পরিচালনা করেন। এতে একজন ক্রেতা সর্বোচ্চ ৩০টি ডিম কিনতে পেরেছেন। প্রান্তিক খামারিরা কাওরান বাজারের পাশাপাশি ঢাকার আরও যেসব স্থানে ডিম বিক্রির অনুমতি পেয়েছে সেগুলো হলো: হাতিরপুল বাজার, শান্তিনগর বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, শ্যামলী, নতুন বাজার, সেগুনবাগিচা, সচিবালয়, উত্তর বাড্ডা বাজার, যাত্রাবাড়ী চৌরাস্তা, জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড, মতিঝিল, উত্তরা, মিরপুর, রামপুরা বাজার, নিউমার্কেট ও কামরাঙ্গীরচর।

সফিকুজ্জামান বলেন, সিন্ডিকেট কারা করছে, এটা সবারই জানা। এই সিন্ডিকেট ভাঙতে হলে করপোরেটদের এগিয়ে আসতে হবে। তা না হলে সম্ভব না। ভোক্তা ও সরবরাহকারীদের সহায়তা ছাড়া বাজার তদারকি করে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ হাতবদলের সময় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বলেন, সরকারের নির্দেশনায় টিসিবি সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে। এর সঙ্গে প্রান্তিক খামারিদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। সরকার ডিমের দাম ১২ টাকা নির্ধারণের আগে সব পক্ষের লাভের হিসেব করেই নির্ধারণ করেছে। এই দাম যৌক্তিক। কিন্তু সাধারণ মানুষ কিনতে পারছেন না। সেজন্য প্রান্তিক খামারিরা নির্ধারিত দামে বিক্রির উদ্যোগ নিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম