অর্থ আত্মসাতের মামলা: ড. ইউনুসসহ ১৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩ জানুয়ারি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৭:২৮ পিএম
গ্রামীণ টেলিকম থেকে অর্থ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনুসসহ ১৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু এদিন প্রতিবেদন দাখিল করেনি দুদক। এজন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।