এক লাখ ইমাম নিয়ে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি: ধর্ম প্রতিমন্ত্রী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১০:৩৩ পিএম
![এক লাখ ইমাম নিয়ে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি: ধর্ম প্রতিমন্ত্রী](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/10/11/image-727796-1697042015.jpg)
আগামী ৩০ অক্টোবর এক লাখ ইমামের উপস্থিতিতে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে আদেশ দিয়েছেন যেন একটা ইমাম সম্মেলন করি। আগামী ৩০ অক্টোবর তারিখে আমাদের ইমাম সম্মেলন। পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠে আমরা এক লাখ ইমাম সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা সৌদি আরবের কাছে চিঠি দিয়েছি। মদিনা শরিফের মসজিদের ইমামদের পক্ষ থেকে যেন দুইজন ইমাম আমাদের সম্মেলনে উপস্থিত হয়।
বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ আয়োজিত তৃতীয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে আমাদের এক হাজার ৬০০ ইমাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী তাদের পুরস্কার প্রদান করবেন ও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন।
তিনি বলেন, যা সত্য তা বলা উচিত। না বললে সেটা অন্যায় বলে আমি মনে করি। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার গঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার, আবার বিএনপি-জামায়াত সরকারও গিয়েছে। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে সন্ত্রাস জঙ্গিবাদ এবং বিভিন্ন জায়গায় যে বোমা বিস্ফোরণ হয়েছিল; বিশেষ করে ১৭ আগস্ট। এদিন বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বাংলাদেশের একটি জেলা বাদ দিয়ে ৬৩টি জেলার ৫০০টি জায়গায় একযোগে বোমা বিস্ফোরণ হয়েছিল। প্রধানমন্ত্রী তার জবাব দিয়েছেন ৫৬৩টি মডেল মসজিদ গড়ে। সারা বিশ্বে একসঙ্গে এতো মসজিদ কখনো তৈরি হয়নি সরকারি টাকায়। আমাদের প্রধানমন্ত্রী সেটা করেছেন।
আলেমদের প্রতি আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, তা আপনার বিবেককে জিজ্ঞেস করুন। কে বেশি অপরাধ করেছে, কে কম অপরাধ করেছে সেটা আপনারা বিবেক দিয়ে বুঝে আগামী নির্বাচনে ভোট দেবেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তৃতীয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে মাওলানা আবু রায়হান সভাপতি, মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর নির্বাহী সভাপতি, কারি সাদ সাইফুল্লাহ মাদানী মহাসচিব পুনঃনির্বাচিত হয়েছেন।
সম্মেলনে ২০২৩-২০২৫ সেশনের জন্য মাওলানা আবু রায়হানকে সভাপতি ও কারি সাদ সাইফুল্লাহ মাদানীকে মহাসচিব করে ৩৭ বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।