
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫১ এএম
মার্কিন মদদে গাজায় বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরাইল: জাতীয় মুক্তি কাউন্সিল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৯:২১ পিএম

আরও পড়ুন
অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইল বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেন, গাজায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের বোমারু বিমান বিরামহীনভাবে বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন, সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরাইল এ বর্বরোচিত হামলা চালানোর সাহস পেয়েছে।
বিবৃতিতে নেতারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসকে নিশ্চিহ্ন করতে শুধু নয়, ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করতে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল বহু বছর ধরে এ হামলা চালিয়ে আসছে। তারা ফিলিস্তিনি জনগণকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করে চলেছে। গাজায় ২৩ লাখ মানুষের খাবার, পানি, বিদ্যুৎসহ নিত্যপণ্য সরবরাহ বন্ধ করে দিয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত পর্যবেক্ষণ করে চলেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।