Logo
Logo
×

জাতীয়

গণমাধ্যমকে ভিসা নীতির আওতায় আনায় উদ্বেগ বিএফইউজের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১০:৫৯ পিএম

গণমাধ্যমকে ভিসা নীতির আওতায় আনায় উদ্বেগ বিএফইউজের

‘বাংলাদেশের গণমাধ্যম ভিসানীতির আওতায় আসতে পারে’-ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। 

এ বিষয়ে বিস্তারিত জানতে বিএফইউজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ই-মেইল পাঠানো হয়েছিল। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এ কথা জানান।

নেতৃদ্বয় বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম ভিসানীতির আওতায় আনার বিষয়ে পেশাদার সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। কারণ বাংলাদেশের গণমাধ্যমই গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে ভূমিকা রাখছে।’ 

তারা আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের পেশাদার সাংবাদিকরা প্রতিশ্রুতিবদ্ধ। আর এসব সাংবাদিকের পাশে আপসহীনভাবে থাকবে বিএফইউজে।’ 

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে ভিসানীতি প্রয়োগের কথা বলার পর থেকে দেশে ও বিদেশে বসে স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিক ও গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, গণমাধ্যমকে কেউ মতামত প্রকাশ করা থেকে বিরত রাখার জন্য কোনো ব্যবস্থা নিলে তার ক্ষেত্রেও ভিসানীতি প্রযোজ্য হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম