ঢাকা বিভাগে জরায়ুমুখ ক্যানসারের টিকাদান শুরু বুধবার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১০:০৬ পিএম
রাজধানীসহ ঢাকা বিভাগে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ‘হিউম্যান পাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু হচ্ছে বুধবার।
এই বিভাগের বিদ্যালয়গুলোতে পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহিভর্‚ত ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের এ টিকা বিনামূল্যে দেওয়া হবে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সূত্রে এ তথ্য জানানো গেছে।
অধিদপ্তর বলছে, এই মাস (অক্টোবর) থেকে ঢাকা বিভাগে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ শুরু হতে যাচ্ছে। রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে ৪ অক্টোবর এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। এ ছাড়া রাজধানীর বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এই এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাক্সিনেশন সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফরিদুল ইসলাম।