Logo
Logo
×

জাতীয়

হাসান সরকারের স্ত্রীর মৃত্যুতে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এমপির শোক

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১১:৩৭ এএম

হাসান সরকারের স্ত্রীর মৃত্যুতে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এমপির শোক

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও মিসেস সুলতানা রাজিয়া

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী মিসেস সুলতানা রাজিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। 

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

অন্যদিকে সুলতানা রাজিয়ার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এর আগে মিসেস সুলতানা রাজিয়া রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার রাত ১২টায় চিকিৎসাধীন মারা যান। রোববার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম