Logo
Logo
×

জাতীয়

ইউরোপীয় ইউনিয়নকে সিইসির চিঠি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম

ইউরোপীয় ইউনিয়নকে সিইসির চিঠি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছোট পরিসরে করে হলেও পর্যবেক্ষক পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে চিঠি পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল । 

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

আরও পড়ুন যে কারণে ভিসা নিষেধাজ্ঞাপ্রাপ্তদের নাম প্রকাশ করে না যুক্তরাষ্ট্র

তিনি বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, সে ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে তাদের। আমরা আশা করছি বিষয়টি পুনরায় বিবেচনা করবে ইইউ।

এ সময় তিনি নির্বাচন কমিশনের কাজ নিয়েও কথা বলেন। জানান, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম