Logo
Logo
×

জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ এএম

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব খুশি। ভিসানীতি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের বলেছে, আমরা যে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই, সেটা যেন সত্যিকারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের ওপর যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করবে। আশা করি, ভিসানীতির ফলে কেউ নির্বাচনে বাধা দেবে না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

এ কে আব্দুল মোমেন বলেন, আমেরিকা বলেছে- যারা ইলেকশন বানচাল করার চেষ্টা করবে, তাদের শাস্তি দেবে, ভিসা নিষেধাজ্ঞা দেবে, খুব ভালো। ভিসা নিষেধাজ্ঞাকে আমরা স্বাগত জানাই। 

এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে কেন বাধা দেব? পাগল নাকি। আমরা এতদিনে তৈরি করেছি ফি ফেয়ার ইলেকশনের জন্য, আমরা ব্যালট বাক্স তৈরি করেছি, পার্মানেন্ট ব্যালেট তৈরি করেছি, যাতে বিএনপির মতো এক কোটি ২৩ লাখ ভুয়া ভোট না হয়, যাতে বিএনপির মতো রাতে অন্ধকারে কেউ ভোট দিতে না পারে। আমরা চাই ভালো ইলেকশন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম