Logo
Logo
×

জাতীয়

একই ঠিকাদারি প্রতিষ্ঠান কেন বারবার কাজ পায়: সংসদীয় কমিটি

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম

একই ঠিকাদারি প্রতিষ্ঠান কেন বারবার কাজ পায়: সংসদীয় কমিটি

ঘুরে ফিরে একই ঠিকাদারি প্রতিষ্ঠান বারবার কাজ পায় বলে অভিযোগ উঠেছে। এর নেপথ্য কারণ খুঁজতে বলেছে সংসদীয় কমিটি। তারা এ বিষয়ে আগামী বৈঠকে মন্ত্রণালয়কে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি রওশন আরা মান্নান এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. আবু জাহির, মো. ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে মতিঝিল বিআরটিসি ডিপো সংলগ্ন জায়গার লিজ গ্রহণকারী রেহানা বেগম এবং রুবেলের কাছ থেকে বকেয়া পাওনা টাকা আদায়সহ তাদের উচ্ছেদের সুপারিশ করে সংসদীয় কমিটি। 

বৈঠকে জানানো হয়, রেহানা বেগম ১৯৯০ সালের দিকে বিআরটিসি ডিপো সংলগ্ন ৫০০ বর্গফুট জায়গা লিজ নেন। তিনি মারা গেলেও তাকে জীবিত দেখিয়ে তার নামে লিজ বরাদ্দ বহাল রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম