Logo
Logo
×

জাতীয়

মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের শ্রদ্ধা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ এএম

মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের শ্রদ্ধা

মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সকাল সোয়া ৮টা থেকে ৯টার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র, সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা পৌঁছান রাজঘাটে। এ তালিকায় রয়েছেন জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও।

সেখানে ৯টা থেকে ৯টা ২ মিনিট পর্যন্ত মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। প্রদর্শিত হয় জাতির জনকের পছন্দের ভক্তিগীতি। 

এদিকে শেখ হাসিনা রাজঘাটে পৌঁছালে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ জি-টোয়েন্টি সম্মেলনের সমাপনী। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ওয়ান ফিউচার’ শীর্ষক আলোচনা চলবে। 

আরও পড়ুন: বিকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

সম্মেলনের প্রথমদিন গৃহীত ঘোষণাপত্রে টেকসই উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সেই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও লক্ষ্যের কথা উঠে আসে। ৩৭ পৃষ্ঠার ঘোষণাপত্রে দেওয়া হয় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার আশ্বাস।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম