তিন বছর দণ্ডের বিরুদ্ধে রিজেন্টের সাহেদের আপিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ পিএম
ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। রোববার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ তথ্য জানিয়েছেন। ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার ওই রায় দিয়েছিলেন। রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। ৬০ কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়।
সাহেদের বিরুদ্ধে দুটি অভিযোগ গঠন করা হলেও ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ধারায় এ দণ্ড দেওয়া হয়। তবে প্রমাণ না হওয়ায় ২৭(১) ধারার অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। পরে তিনি আপিল করেন।
আইনজীবী খুরশীদ জানান, আপিলের পর বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ আবেদনটি ৩১ আগস্ট কার্যতালিকা থেকে বাদ দেন। এখন অন্য কোনো বেঞ্চের কার্যতালিকায় এলে শুনানি হবে