Logo
Logo
×

জাতীয়

ড. ইউনূসের প্রতি প্যারিসের মেয়র, নোবেলজয়ীসহ সাবেক রাষ্ট্রপ্রধানদের সমর্থন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ পিএম

ড. ইউনূসের প্রতি প্যারিসের মেয়র, নোবেলজয়ীসহ সাবেক রাষ্ট্রপ্রধানদের সমর্থন

শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দণ্ড দেওয়া হতে পারে— এমন আশঙ্কায় শতাধিক নোবেল পুরস্কার বিজয়ীসহ এ পর্যন্ত প্রায় দুশ বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েছেন। দিনে দিনে বিশ্বজুড়ে তার প্রতি সমর্থন বেড়েই চলেছে।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ওপর নিপীড়ন অবসানের বিবৃতিতে নতুন করে স্বাক্ষরকারী বিশ্বের বিশিষ্টজনরা হলেন— প্যারিসের মেয়র অ্যান হিডালগো, ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী এস্তার দুফ্লো এবং একই বছর একই বিভাগে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি, তুরস্কের সাবেক উপপ্রধানমন্ত্রী হিকমেট সেতিন, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কজেল ম্যাগনে বন্দেভিক, ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রোসালিয়া আরটিয়াগো সেরানো প্রমুখ।

আরও পড়ুন: যে কারণে ড. ইউনূসের পক্ষে সক্রিয় ওবামা-হিলারি

ইউনূস সেন্টারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত ১০৮ জন নোবেল বিজয়ীসহ মোট ১৮২ জন ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম