শেখ হাসিনা থাকলে ত্রিশ লাখ শহিদের স্বপ্নের দেশ থাকবে: শ ম রেজাউল
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১০:০০ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ৭১-এর পরাজিত শক্তিরা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাদের প্রতিশোধ নিয়েছিল; কিন্তু আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার বিকালে জেলার নাজিরপুর উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মনে রাখতে হবে, শেখ হাসিনা থাকলে ত্রিশ লাখ শহিদের স্বপ্নের বাংলাদেশ থাকবে। সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের বাংলাদেশ থাকবে।
শ ম রেজাউল বলেন, আজ আবারো পরাজিত সেই শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। হত্যার দায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমান ও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়। তাই একটি সুদখোরের পক্ষে বিশ্বের কিছু ভাড়াটিয়াদের দিয়ে বিবৃতি দিচ্ছেন।
মন্ত্রী বলেন, আমাদের সব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পরাজিত শক্তিরা আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আনতে চাচ্ছে। এ কারণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত মজুমদারের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট চন্ডী চরন পাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিন রোজী, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহিয়া বেগম হাসি, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমডি আউয়াল, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।