Logo
Logo
×

জাতীয়

দেশসেরা সেবা প্রদানকারী ক্লাবের স্বীকৃতি পেল 'লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১১:০৩ পিএম

দেশসেরা সেবা প্রদানকারী ক্লাবের স্বীকৃতি পেল 'লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯'

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু সেবা সপ্তাহ’ শেষে দেশসেরা সেবা প্রদানকারী ক্লাবের স্বীকৃতি পেয়েছে 'লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯'।

গত শনিবার (১৯ আগস্ট) সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯-কে এ উপলক্ষে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।

এর আগে, সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে দেশের ১২টি স্থানে ৫৮টি সেবা কার্যক্রমের মাধ্যমে মোট ৯৪ হাজার ৮৭০ জন মানুষকে সেবা দিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯। দেশব্যাপী ‘বৃক্ষরোপণ’ এবং ‘ডেঙ্গু সচেতনতামূলক কাজ’—এ দুই ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯।

সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও লায়ন্স ইন্টারন্যাশনালের সদ্য সাবেক আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন মোসলেম আলী খান, লায়ন ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন নিখিল চন্দ্র গুহ, লায়ন ইঞ্জিনিয়ার সামাদ মিয়া, লায়ন ইঞ্জিনিয়ার আকরাম উজ জামান, লায়ন জাহাঙ্গীর আলম জিতু, লায়ন মুনতাসির সানিয়াত, লায়ন সামসুদ্দিন পলাশ, লায়ন জাবের সিরাজীসহ জেলার জ্যেষ্ঠ লায়ন এবং লিও সদস্যরা। লায়ন অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সমাপনী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলার ২য় ভাইস গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম