Logo
Logo
×

জাতীয়

আইডিয়াল স্কুলের মুশতাকের বিরুদ্ধে প্রতিবেদন ১৮ সেপ্টেম্বর

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১০:২১ পিএম

আইডিয়াল স্কুলের মুশতাকের বিরুদ্ধে প্রতিবেদন ১৮ সেপ্টেম্বর

কলেজছাত্রীকে প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুলের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও ওই কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ার জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দেননি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী নতুন দিন ধার্য করেন।

গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে এ মামলা করেন ভুক্তভোগী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসাবে গণ্য করে নিয়মিত মামলা হিসাবে গ্রহণের আদেশ দেন। এরপর গুলশান থানা মামলাটি এজাহার হিসাবে গ্রহণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম