Logo
Logo
×

জাতীয়

চলমান বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১১:০৩ এএম

চলমান বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন স্থানে গতকালের তুলনায় আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা আরও বেশ কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য দিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় দেশের অন্যান্য এলাকার তুলনায় উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। এ ছাড়া আজ থেকে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কমতে পারে। 

আরও পড়ুন: আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

আবহাওয়া অফিস আরও জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। আগামী দুই দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পরের দুই দিনেও (বৃহস্পতিবার ও শুক্রবার) বৃষ্টিপাতের একই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর পর সামান্য পরিবর্তন হলেও আগামী বুধবার পর্যন্ত একই অবস্থা থাকবে। 

তবে চলতি মাসের শুরুতে যেমন অতিবৃষ্টি হয়েছে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ দেশের অন্যান্য অংশের তুলনায় উত্তরের রংপুর, দিনাজপুরের দিকে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম