Logo
Logo
×

জাতীয়

‘দুর্নীতি কমাতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের হাতিয়ার’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০২:১২ এএম

‘দুর্নীতি কমাতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের হাতিয়ার’

ফাইল ছবি

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ নিষেধাজ্ঞাকে দুর্নীতি দমনের হাতিয়ার হিসাবে উল্লেখ করেছেন। 

সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিন বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

এদিকে নেফিউ এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র সচিব।এসময় টাকা পাচার নিয়ে নেফিউরের কোনো মতামত ছিল কি না জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, অর্থ পাচার তো দুর্নীতির একটি অংশ। এ নিয়ে আমরা আলাপ করেছি। আমরা বলেছি যেসব ব্যাংক বা ছোট ছোট আইল্যান্ড কান্ট্রি, সেগুলোয় সহজেই টাকা পাচারের বিষয় আছে। আমরা হুন্ডি নিয়ে কথা বলেছি।

এগুলোয় আরও স্বচ্ছতা ও জবাবদিহি থাকা দরকার। এটি কোনো একটি দেশ বা সংস্থার পক্ষে শতভাগ দেখা সম্ভব নয়। আমি সহযোগিতার ওপর জোর দিয়েছি। কারণ এটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে সব দেশেই এটা একটা সমস্যা। এমন কোনো দেশ নেই যেখানে এ ধরনের সমস্যা নেই, কমবেশি সব জায়গায় আছে।

বাংলাদেশের দুর্নীতির চিত্র নিয়ে তাদের কোনো মতামত ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, না, এগুলো নিয়ে হয়তো অন্য জায়গায় আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে হয়নি।

তিন দিনের সফরে রোববার রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। সফরের প্রথম দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেন। সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিনি। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম