Logo
Logo
×

জাতীয়

৩০ বছর পর গ্র্যাচুইটি পাচ্ছেন হলি ফ্যামিলির অবসরপ্রাপ্ত ৩৬৪ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৭:২৪ পিএম

৩০ বছর পর গ্র্যাচুইটি পাচ্ছেন হলি ফ্যামিলির অবসরপ্রাপ্ত ৩৬৪ জন

ছবি: সংগৃহীত

৩০ বছর পর গ্র্যাচুইটির বকেয়া অর্থ পাচ্ছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত ৩৬৪ জন কর্মকর্তা-কর্মচারী। প্রথম পর্যায়ে ৬৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চেক দেওয়া হয়েছে। এছাড়া ৭ মাসের বকেয়া বেতন-ভাতা-বোনাস পরিশোধসহ বেতন নিয়মিতকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার হাসপাতালের লাইব্রেরি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্তদের পরিবারের সদস্যদের হাতে গ্র্যাচুইটির চেক তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। 

১৫ আগস্টের শহিদদের স্মরণে মাসব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিশেষ এ ক্যাম্পেইনে আগস্ট মাসে হাসপাতালের বহির্বিভাগে প্রতি শুক্রবার বিনামূল্যে মা ও শিশুবিষয়ক রোগের চিকিৎসা দেওয়া হবে।

আবদুল ওয়াহ্হাব বলেন, প্রথম পর্যায়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত মৃত কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে মোট ৬৪ লাখ ৮৬ হাজার ১১২ টাকা দেওয়া হলো। হাসপাতালের নিজস্ব তহবিল থেকে পর্যায়ক্রমে বাকি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবায় গৌরবময় ভূমিকা রেখে চলেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাসপাতালের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বন্ধ থাকা গ্র্যাচুইটি দেওয়া শুরু হয়েছে। এছাড়া ৭ মাসের বকেয়া বেতন-ভাতা-বোনাস পরিশোধসহ বেতন নিয়মিতকরণ করা হয়েছে।

হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এসএম হুমায়ুন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ এমএ সালাম, ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য মোহাম্মদ আতিকুল হক শামীম, মহাসচিব কাজী শফিকুল আযম, উপ-মহাসচিব সুলতান আহমেদ, আইএফআরসির হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলে, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ দৌলতুজ্জামানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম