প্রাথমিকে প্রধান শিক্ষক বদলির আবেদন স্থগিত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৭:৪২ পিএম
![প্রাথমিকে প্রধান শিক্ষক বদলির আবেদন স্থগিত](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/08/02/image-702646-1690983755.jpg)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বদলির অনলাইন আবেদন স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয়) নাসরিন সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তবে কেন বদলির আবেদন স্থগিতের কারণ জানানো হয়নি।
আদেশে বলা হয়, একই উপজেলা/থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করা হলো।
গত ৩০ জুলাই প্রধান শিক্ষকের নিজ উপজেলা/থানায় বদলির আবেদন শুরুর ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ওই সময় বলা হয়েছিল, আগামী ৩ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত।