Logo
Logo
×

জাতীয়

দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ হাজি, মৃত্যু ১১৭

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৮:৫৯ পিএম

দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ হাজি, মৃত্যু ১১৭

ফাইল ছবি

চলতি মৌসুমে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৭ জন হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৯১ জন পুরুষ ও ২৬ জন নারী হজযাত্রী রয়েছেন। বুধবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ সার্ভার সূত্রে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় তিন বিমান সংস্থার মোট ২৬০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১২৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯৭টি ও ফ্লাইন্যাস এয়ারলাইন্স পরিচালিত ৪০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। আগামী ২ আগস্ট শেষ হবে ফিরতি ফ্লাইট।

২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই শুরু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম