স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে মানুষকে সম্পৃক্ত করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৭:২২ পিএম
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করতে আইন ও বিধিমালাতে সংশোধন করেছেন। এতে জনগণের সমস্যার সমাধানের পথ সুগম হয়েছে। জেলা পরিষদের প্রত্যেকটি সদস্যই স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দান করেন। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্থানীয় সরকার ব্যবস্থার সাথে দেশের প্রত্যেকটি মানুষকে সম্পৃক্ত করতে হবে।
মন্ত্রী বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাদের সম্মানী, ভাতা বৃদ্ধিসহ নানা দাবি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রীকে অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, রাতারাতি সব দাবি হয়তো পূরণ করা যাবে না। তবে স্থানীয় সরকার বিভাগ আন্তরিকভাবে বিষয়গুলো দেখছে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আমিনুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বাবুল মিয়া। সঞ্চালনা করেন বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম তৌফিক ইসলাম।