'পুলিশে পর্যাপ্ত লোকবল না থাকলে আ. লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি নয়'
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০২:৪৩ পিএম
আশুরার মিছিল ও ভিআইপি চলাচলের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পর পুলিশে পর্যাপ্ত লোকবল না থাকলে আওয়ামী লীগ ও বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বৃহস্পতিবার তিনি এ কথা জানান।
খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা আমাদের অফিসারদের সঙ্গে আলোচনা করছি। আসন্ন আশুরার মিছিল ও ভিআইপি চলাচলের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পর যদি আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত লোকবল থাকে, তাহলে তাদের অনুমতি দেওয়া হবে। তা ছাড়া অনুমতি দেওয়া সম্ভব হবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ গণগ্রেফতার করছে না। যাদের বিরুদ্ধে মামলা আছে, কেবল তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। আর বাইতুল মোকাররম গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের তিন সংগঠন।
পুলিশ এখনও কাউকে অনুমতি দেয়নি।কিন্তু দুই দলই সমাবেশ করতে অনড়।