Logo
Logo
×

জাতীয়

হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১১:০৬ পিএম

হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪ জন

আইনজীবী হিসাবে হাইকোর্টে প্র্যাকটিসের (হাইকোর্ট পারমিশন) জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষায় ১ হাজার ১১৪ জন উত্তীর্ণ হয়েছেন। আর তৃতীয় পরীক্ষকের যাচাইয়ের জন্য ১৯৬ জনের ফল পেন্ডিং রাখা হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদারের স্বাক্ষরের পর ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এখন নিয়ম অনুসারে পেন্ডিং লিস্টে থাকা আইনজীবীদের খাতা তৃতীয় পরীক্ষক যাচাই শেষে ফল ঘোষণা করবে বার কাউন্সিল। এরপর ভাইভা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীরা সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের জন্য অনুমতিপ্রাপ্ত হবেন। 

এর আগে ৪ মার্চ আইনজীবী হিসাবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম