Logo
Logo
×

জাতীয়

উজরা জেয়ার সফর নিয়ে যা জানাল মার্কিন পররাষ্ট্র দপ্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১০:০৪ পিএম

উজরা জেয়ার সফর নিয়ে যা জানাল মার্কিন পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার বাংলাদেশ সফর নিয়ে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। 

স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উজরা জেয়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন। আর দুই দেশের অভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে।’ 

ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে বিভিন্ন পক্ষের মধ্যে বৈঠকগুলোতে আন্ডার সেক্রেটারি উজরা জেয়া দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন। তিনি সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং শ্রম অধিকার কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বলেছেন।

মুখপাত্র বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই আমরা সরাসরি বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হই। এগুলো দুই দেশের স্বার্থের অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত।’ 

ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্ন ছিল- মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের পর দেশটিতে অধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে- বিষয়টিকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? 

এই প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আন্ডার সেক্রেটারি জেয়া ও অন্য কর্মকর্তারা গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন এবং প্রধানমন্ত্রী ও অন্য কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। এছাড়া শ্রম অধিকার কর্মী, সুশীল সমাজের নেতা এবং মানবাধিকার রক্ষায় কাজ করছেন এমন ব্যক্তিদের সঙ্গেও দেখা করেছেন। এ সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ সফরকালে জেয়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের থাকার জায়গা পরিদর্শন ও তাদের সঙ্গে দেখা করেছেন। এর পাশাপাশি সেখানে মানবিক কার্যক্রমের অংশীদার এবং বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও  দেখা করেছেন।’

বর্তমান পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বর্তমান সম্পর্ককে ওয়াশিংটন কীভাবে মূল্যায়ন করছে- এই প্রশ্নের উত্তরে মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে সিনিয়র কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশে যাতায়াত করছেন এবং তাতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্বের বিষয়টি বোঝা যায়।’

প্রসঙ্গত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা করতে সম্প্রতি বাংলাদেশ সফর করে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম