মেডিকেল বিশ্ববিদ্যালয় পাচ্ছেন দক্ষিণ সুরমা উপজেলাবাসী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০২:৫১ পিএম
২০২৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
মেডিকেল বিশ্ববিদ্যালয় পাচ্ছেন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেরাবাসী। আজ মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (এসএমইউ) স্থাপন’ প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রকল্পটি আজ একনেকে অনুমোদনের জন্য তোলা হয়।
একনেকে অনুমোদনের পর প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৬ কোটি ৪১ লাখ টাকা। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় (ইউনিয়ন- মোল্লারগাঁও; মৌজা- গোয়ালগাঁও ও হাজরাই) প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণসহ অবকাঠামো উন্নয়ন উদ্দেশ্যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।
প্রকল্পের প্রধান কার্যক্রম হচ্ছে, ৮০.৩১ একর ভূমি অধিগ্রহণ ও ক্রয়; ভূমি উন্নয়ন; ২টি আবাসিক ও ১০টি অনাবাসিক ভবন নির্মাণ; পরামর্শক ব্যয়; চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়; বৈদ্যুতিক সরঞ্জামাদি (এয়ার কুলার, লিফট) সরবরাহ; অফিস ও আইসিটি ইকুইপমেন্ট এবং আসবাবপত্র ক্রয়।