Logo
Logo
×

জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণের সুপারিশ 

Icon

সংসদ প্রতিবেদন    

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৬:৫২ পিএম

বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণের সুপারিশ 

বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া তারা ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানেরও নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করার জন্য বলেছে। এজন্য উপজেলা পর্যায়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করার সুপারিশ করেছে কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। 

কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম, এবি তাজুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন সম্পত্তিগুলোর উন্নয়ন কার্যক্রম সংবলিত একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপ করা হয়। উপস্থাপিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিক্ষেত্র নির্মাণের ক্ষেত্রে কিছু নকশাগত পরিবর্তন আনার সুপারিশ করা হয়। 

এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিতব্য স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের কাজ দ্রুত শেষ করা, প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসহ বেশকিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম