বালাইনাশক কোম্পানির চেয়ারম্যান-এমডি কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৭:৩৪ পিএম
কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান আশরাফুজ্জামান ও এমডি ফরহাদুল আমিন ছবি: সংগৃহীত
তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান আশরাফুজ্জামান ও এমডি ফরহাদুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৫ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এরপর ২ জুলাই আসামিদের উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের দ্বিতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে শাহিল মোবারক জায়ান (৯) ও শায়েন মোবারক জাহিনের (১৫) মৃত্যু হয়। মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার থাকতেন।
এ ঘটনায় তিনি ভাটারা থানায় মামলা করেন। এ মামলার পর ৮ জুন আদালত আশরাফুজ্জামান ও ফরহাদুলের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১২ জুন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় ৬ জুন স্প্রে ম্যান টিটু মোল্লার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ৯ জুন তাকে কারাগারে পাঠানো হয়।