Logo
Logo
×

জাতীয়

দেশেই যেভাবে বিদেশি নম্বর ব্যবহার করছেন রাজনীতিবিদরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১১:২২ এএম

দেশেই যেভাবে বিদেশি নম্বর ব্যবহার করছেন রাজনীতিবিদরা

মিথ্যা মামলা, বাসায় গিয়ে হয়রানি, মুঠোফোনের ব্যক্তিগত আলাপে নজরদারিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ রাজনৈতিক নেতাদের। এ অবস্থায় হয়রানি এড়াতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিনব কৌশল অবলম্বন করার অভিযোগ উঠেছে রাজনীতিবিদদের বিরুদ্ধে। রাজনীতিবিদরা ব্যবহার করছেন সবসময় বহনযোগ্য পকেট রাউটার ও বিদেশি ফোন নম্বর।

বিশেষ করে বিরোধী দলীয় রাজনীতিবিদসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই কৌশল অবলম্বন করছেন বলে জানা গেছে। এতে করে ডিজিটাল মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব সহজেই তাদের অবস্থান শনাক্ত এবং মুঠোফোনের কথোপকথনে নজরদারি করতে পারছেন না।

দেশের মোবাইলে কীভাবে বিদেশি নম্বর ব্যবহার হচ্ছে— এ নিয়ে কথা হয় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে। তারা জানান, এটি দুভাবে হয়। অনলাইনে বিভিন্ন ধরনের সাইট আছে, তারা নম্বরগুলো সরবরাহ করে থাকে। মাত্র এক ডলার খরচ করলেই একবার ওটিপি দিয়ে একটি নম্বর সচল করার সুযোগ দেওয়া হয়। এভাবে অনেকে ব্যবহার করেন।

 এ ক্ষেত্রে সমস্যা হলো— হোয়াটসঅ্যাপ নতুন করে ওটিপি চাইতে পারে। তখন সেবাপ্রদানকারী সাইটগুলো নতুন করে কোড সরবরাহ করে না। এতে ব্যবহারকারী তার নম্বরটি হারায়। অনেকে আবার প্রতি মাসে এক ডলার দিয়ে যতদিন খুশি ততদিনের জন্য নম্বর নেয়। দেশভেদে নম্বরের দাম কম-বেশি হয়। কেউ কেউ বিদেশে থাকা পরিচিতদের সচল নম্বর দিয়ে দেশে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে। তবে দেশের বাইরের সিম দেশে ব্যবহার খুবই ব্যয়সাপেক্ষ।

বাংলাদেশ সাইবার অ্যান্ড লিগ্যাল সেন্টারের আইন উপদেষ্টা গাজী মাহফুজ উল কবির যুগান্তরকে বলেন, বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে সাইট থেকে একবারের জন্য বিদেশি নম্বর নেওয়া লোকজনই বেশি। এভাবে ব্যবহার করলে কোনো ট্রেস থাকে না। আর পকেট রাউটার হলো বাসার ওয়াইফাই সংযোগের মতো। এটার মধ্যে সিম ঢুকিয়ে সঙ্গে রাখলে তা থেকে ফোনে ইন্টারনেট সংযোগ নেওয়া যায়।

অনেকে মোবাইলে সিম ব্যবহার না করে কেবল পকেট রাউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন। এর মাধ্যমেও মোবাইল ব্যবহারকারীর লোকেশন অজানা থাকে। তবে এ কথা মনে রাখতে হবে প্রযুক্তির শেষ বলে কিছু নেই।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম