সাগর-রুনি হত্যা: প্রতিবেদন দাখিল পেছানোর সেঞ্চুরি হতে বাকি এক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ জুন ২০২৩, ০২:১০ পিএম
![সাগর-রুনি হত্যা: প্রতিবেদন দাখিল পেছানোর সেঞ্চুরি হতে বাকি এক](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/06/22/image-688995-1687421395.jpg)
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির চাঞ্চল্যকার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৯৯ বারের মতো পেছাল।
বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিনও তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন জমা দিতে পারেনি।
পরে ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত আগামী ৭ আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই আলমগীর হোসেন এ তথ্য জানান।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
সেই রাতে সেই ফ্ল্যাটে তারা দুজনের সঙ্গে ছিল তাদের একমাত্র সন্তান পাঁচ বছর বয়সি মাহিন সরওয়ার মেঘ। তাকে উদ্ধৃত করে পুলিশ তখন জানিয়েছিল, খুনি ছিল দুজন।
আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপর বছরের পর বছর গড়ালেও খুনিরা অধরাই থেকে গেছে।