Logo
Logo
×

জাতীয়

ঈদযাত্রায় লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ জুন ২০২৩, ১০:১৫ পিএম

ঈদযাত্রায় লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। 

মঙ্গলবার সকাল ৭টা থেকে বিক্রি শুরু হলেও যাত্রীদের তেমন চাপ ছিল না। এদিকে নিরাপত্তা নিশ্চিতে ঈদযাত্রাকালীন সময়ে নৌপথে বাল্কহেড চলবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ বরিশাল।

সুন্দরবন নেভিগেশন গ্রুপের বরিশাল অফিসের ম্যানেজার জাকির হোসেন বলেন, পদ্মা সেতু দিয়ে বেশি যাত্রী ঢাকায় যাচ্ছে। তাই আমরা যাত্রী আকর্ষণে নানা সুবিধা দিচ্ছি। যাত্রী চাপ কয়েক দিন পর বাড়তে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ নৌ চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, যাত্রী চাপ কম হলেও দিন দিন বাড়বে। অতীতের মতো এবারও এই নৌপথে আনন্দের ঈদযাত্রা হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ বন্দর ও পরিবহণ বিভাগের উপপরিচালক আবদুর রাজ্জাক জানান, নৌপথ নিরাপদ করতে ঈদের আগের ও পরের সাত দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এ সংক্রান্ত চিঠি কোস্টগার্ড ও নৌপুলিশকে দেওয়া হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম