ঢাকা ক্লাবের বিশেষ সাধারণ সভা স্থগিত করলেন হাইকোর্ট
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৩, ০৫:০৭ পিএম
ঢাকা ক্লাব লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শনিবার (২০ মে) ঢাকা ক্লাবের ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ২৯ এপ্রিল ইজিএমের নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা নিয়ে ক্লাবের সদস্য ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ কোম্পানি আইনে হাইকোর্টে আবেদন করেছিলেন।
আদালতে শওকত আজিজের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ ও আইনজীবী কাজী আখতার হোসাইন।
কাজী আখতার হোসাইন গণমাধ্যমকে বলেন, ইজিএমের আলোচ্যসূচিতে আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি ছিল। অযৌক্তিক আলোচ্যসূচি নিয়ে সদস্যদেরও আপত্তি ছিল। ইজিএমের নোটিশ নিয়ে কোম্পানি আইনের ৮৫(৩) ও ৮৫(১) ধারায় শওকত আজিজ হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ওই ইজিএম নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন।