![হজের বিমান ভাড়া কমাতে হাইকোর্টে আবেদন](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/05/11/image-673645-1683809504.jpg)
চলতি বছর হজের খরচ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বিমান ভাড়া। এই ভাড়া কমিয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ জামান বৃহস্পতিবার কোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার এই আবেদন করেন।
আবেদনে বিমান ভাড়া কমানোর পাশাপাশি হজযাত্রীদের কাছ থেকে যেন ভ্যাট আদায় করা না হয় এবং হজের সময় ক্যাটাগরি অনুযায়ী বাড়িভাড়া নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়।
এর আগে গত ২ এপ্রিল সরকার ঘোষিত বর্তমান হজ প্যাকেজকে কেন জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।
আদেশে চার সপ্তাহের মধ্যে ধর্ম সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব), সৌদি রাষ্ট্রদূতকে জবাব দিতে বলা হয়।
৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করে হজের প্যাকেজ ঘোষণা চ্যালেঞ্জ করে গত ১২ মার্চ রিট করেন আইনজীবী আশরাফ-উজ জামান। এর আগে গত ৬ মার্চ তিনি আইনি নোটিশ পাঠান।
সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়। পরে তা সংশোধন করে ১১ হাজার টাকা কমানো হয়।