বার নির্বাচন: আ.লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ মে ২০২৩, ১১:২৭ পিএম
ফাইল ছবি
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে পালটাপালটি বিক্ষোভ করেছেন বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে বিএনপি সমর্থক আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন।
তারা ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন। একই সময়ে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও পালটা স্লোগান তোলেন। তারা ‘ব্যালট পেপার চোর’ বলে স্লোগান দেন।
সরকার সমর্থক আইনজীবীরা সভাপতির কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আর বিএনপি সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবন ও হাইকোর্টের সামনে করেন বিক্ষোভ মিছিল।
গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, মামলা, ভাঙচুর, সাংবাদিক পেটানো, প্রধান বিচারপতির কাছে নালিশ ও ধাক্কাধাক্কির মধ্য দিয়ে অনুষ্ঠিত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিএনপিপন্থিরা এ নির্বাচন বর্জন করায় ১৪টি পদের সব কয়টিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়। এরপর থেকে নতুন নির্বাচনের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা আন্দোলন করে আসছেন।