Logo
Logo
×

জাতীয়

সুদানে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৯:৩৮ পিএম

সুদানে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু 

আফ্রিকার দেশ সুদানে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক সংঘর্ষ। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে বিশ্বের বিভিন্ন দেশ। 

দেশে ফিরতে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ মিশন। তাদের এই হটলাইন নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

এদিকে খারতুমে বাংলাদেশ মিশনে এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহ জানিয়ে নিবন্ধন করেছেন। 

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম বৃহস্পতিবার যুগান্তরকে এই তথ্য জানান। 

তিনি বলেন, খারতুমে বাংলাদেশ দূতাবাস যে অঞ্চলে অবস্থিত, সেখানে পরিস্থিতি ভালো নয়। তাই দূতাবাসের কর্মকর্তারা রাজধানীর আশপাশে নিরাপদ স্থানে সরে গিয়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয় তদারকি করছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে ফিরতে আগ্রহীরা নিচের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। 

ইকরামুল হক
থার্ড সেক্রেটারি 
+২৩৪ ৯০৯ ৭৫৫ ১৭৯০ (হোয়াটসঅ্যাপ)

অথবা 
মো. জাহাঙ্গীর আলম 
প্রশাসনিক কর্মকর্তা 
+৮৮০১৭৩৭১২৫৩৪৯ 
(হোয়াটসঅ্যাপ)  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম