Logo
Logo
×

জাতীয়

সবসময় পর্দার আড়ালেই থাকতাম, নিজেকে জাহির করিনি: নবনির্বাচিত রাষ্ট্রপতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৭:৪০ পিএম

সবসময় পর্দার আড়ালেই থাকতাম, নিজেকে জাহির করিনি: নবনির্বাচিত রাষ্ট্রপতি

বই হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি যখন দুদক (দুর্নীতি দমন কমিশন) থেকে চলে আসি, অনেকেই অশ্রু ধরে রাখতে পারেননি। তখন কিন্তু আমার পরিচয় দেশবাসী জেনেছে। সবসময় পর্দার আড়ালেই থাকতাম। নিজেকে জাহির করিনি। দুদক থেকে অবসরের পর লেখালেখির প্রতি ঝোঁক তৈরি হয়। 

রাজধানীর গুলশানে রোববার নতুন রাষ্ট্রপতির লেখা ‘এগিয়ে যাও বাংলাদেশ’ বইটি  আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে বইটির লেখক বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে বইটি হস্তান্তর করা হয়।

আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ বইটি। এটি সম্পর্কে লেখক নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, বইটি একটি স্মৃতিচারণমূলক বই। এই বই লেখায় উৎসাহ দিয়েছেন পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আলীম।

মো. সাহাবুদ্দিন বলেন, আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণি আমার বই প্রকাশের ব্যাপারে আগ্রহ দেখান। আমি আমার শৈশব, কৈশোর, তারণ্য, যৌবন, পৌঢ় বিভিন্ন স্তরের কর্মকাণ্ডকে লিপিবদ্ধ করেছি বইটিতে। 

নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, আমি আমার জেলার নেতা ছিলাম। আবার কেন্দ্রের নেতাও ছিলাম। বাংলাদেশেরও নেতা ছিলাম। এমন কোনো সিঁড়ি নেই, যা আমি পার করে আসিনি। তাহলে একজন রাজনীতিকের যে গুণগুলো থাকে, আমার কিন্তু তাই আছে।

মো. সাহাবুদ্দিন বলেন, ১৯৬৬ সালে যদি বঙ্গবন্ধুর সঙ্গে আমার দেখা না হলো তাহলে আমার ইতিহাস অন্য ধারায় প্রবাহিত হতে পারতো।

এ সময় তাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি  কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাহাবুদ্দিন। সেই সঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলী ও কার্যনির্বাহী কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানান তিনি।   
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম