Logo
Logo
×

জাতীয়

শেরপুর জেলা জজকে প্রত্যাহার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০১:৩২ পিএম

শেরপুর জেলা জজকে প্রত্যাহার

ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য দেওয়ায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্য দেন।

সুপ্রিমকোর্ট ও আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিচারক ইমান আলী বলেন, নবী-রাসুলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহি নাজিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা। 

তিনি আরও বলেন, আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্তিম। কেউ রিয়েল নয়।

বিচারক ইমান আলী শেখের এমন বক্তব্যের প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে রোববার শেরপুর জেলা ডিসি অফিসের সামনে জেলার সব মুসলিম জনতার মিছিল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

বিচারক ইমান আলী শেখের বিরুদ্ধে এর আগেও একাধিক বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম