Logo
Logo
×

জাতীয়

এরা আ. লীগের শত্রু, দেশের শত্রু: প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০১:২২ পিএম

এরা আ. লীগের শত্রু, দেশের শত্রু: প্রধানমন্ত্রী

একটি জাতীয় পত্রিকার সংবাদ প্রকাশের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাম তার ..., বাস করে অন্ধকারে। একটা শিশুর হাতে ১০ টাকা তুলে ধরে এ রকম মিথ্যাচার করতে পারে! পত্রিকাটি আওয়ামী লীগের শত্রু, দেশের মানুষের শত্রু  ও জাতির শত্রু।

প্রধানমন্ত্রী আজ জাতীয় সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন।

একটি জাতীয় দৈনিকের ভুল সংবাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একটি ছোট্ট শিশুর হাতে ১০ টাকা দিয়ে তাকে দিয়ে মিথ্যা বলানো। কী বলালো— ভাত, মাছ, মাংসের স্বাধীনতা চাই। এবং সেটি রেকর্ড করে প্রচার করা। স্বনামধন্য একটি পত্রিকা, নাম তার…, কিন্তু বাস করে অন্ধকারে। আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে, এরা কখনোই দেশে স্থিতিশীল পরিস্থিতি চায় না। ২০০৭ সালে যখন ইমারজেন্সি হয়, তখন তারা খুবই উৎফুল্ল। দুটি পত্রিকা আধাজল খেয়ে নেমে গেল। 

শেখ হাসিনা বলেন, এরা শুরু থেকেই আমাদের বিরোধিতা করে আসছে। 

তিনি বলেন, দেশের সুশীল সমাজ আজ পদলেহন করছে বিদেশিদের। তারা উন্নয়ন চোখে দেখে না। তারা উন্নয়ন ও গণতন্ত্রকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।

শেখ হাসিনা বলেন, গণতন্ত্রকে বাদ দিয়ে তারা এ দেশে এমন একটি সরকার আনতে চাচ্ছে, যাদের আনলে গণতন্ত্রের অস্তিত্বই থাকবে না। এদের সঙ্গে যোগ দিয়েছেন কিছু বুদ্ধিজীবী।  
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম