Logo
Logo
×

জাতীয়

প্রথম আলোর বিরুদ্ধে অপপ্রচারের পরিপ্রেক্ষিতে ১১৭ নাগরিকের বিবৃতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৩:১২ এএম

প্রথম আলোর বিরুদ্ধে অপপ্রচারের পরিপ্রেক্ষিতে ১১৭ নাগরিকের বিবৃতি

প্রথম আলো পত্রিকায় একটি সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে দায়েরকৃত মামলায় পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক শামসুজ্জামান শামস সম্প্রতি আদালত থেকে জামিন পেয়েছেন। 

এই মামলায় তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা এখনো বিচারাধীন এবং অপ্রমাণিত অবস্থায় রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, মামলা দায়েরের পর থেকেই একটি বিশেষ মহল পত্রিকাটির বিরুদ্ধে অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মনগড়া অভিযোগ এনে পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে। 

তাদের এই কার্যক্রম শুধু প্রথম আলো নয়, দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার ওপর আক্রমণের শামিল। আমরা মনে করি গণতন্ত্র, মানবাধিকার ও মুক্তচিন্তার প্রতি  শ্রদ্ধাশীল কোনো মহল সংবাদ মাধ্যমের বিরুদ্ধে খড়গহস্ত হওয়ার উদ্যোক্তা বা সমর্থক হতে পারেন না। 

আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী নাগরিকরা তীব্র ভাষায় গণমাধ্যমের কণ্ঠরোধের যে কোনো  চেষ্টার নিন্দা জানাই। পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাই। সর্বোপরি, দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি জনসাধারণকেও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সোচ্চার হতে আহ্বান ও অনুরোধ জানাই।

বিবৃতিতে স্বাক্ষর করেন-
১. অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক
২. প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী
৩. অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩. জেড আই খান পান্না , জ্যেষ্ঠ আইনজীবী সুপ্রিম কোর্ট
৪. ফরিদা আখতার, সভানেত্রী নারী গ্রন্থ প্রবর্তনা
৫. আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ
৬. বদিউল আলম মজুমদার, সাধারণ সম্পাদক, সুজন
৭. খুশী কবির, নারী ও মানবাধিকারকর্মী 
৮. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি
৯. আসিফ নজরুল, লেখক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
১০. সৈয়দা রিজওয়ানা হাসান, আইনজীবী সুপ্রিম কোর্ট
১১. নুরুল আলম আতিক, চলচ্চিত্র নির্মাতা
১২. মানস চৌধুরী, শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৩. সায়দিয়া গুলরুখ, সাংবাদিক ও গবেষক
১৪. মোশাহিদা সুলতানা ঋতু, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫. অধ্যাপক তানজীম উদ্দিন খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৬. অধ্যাপক সালেহ হাসান নকিব, পদার্থ বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৭. অধ্যাপক মাহবুব হোসেন, শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
১৮. অধ্যাপক কামরুল আহসান, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
১৯. অধ্যাপক মো. জামাল উদ্দিন, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২০. অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, আরবী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
২১. অধ্যাপক এস এম নছরুল কদির, ফাইন্যান্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২২. মাইদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
২৩. ড. মঞ্জুরে খোদা, লেখক- গবেষক, ইয়র্ক বিশ্ববিদ্যালয়, টরন্টো, কানাডা
২৪. জাহেদ আরমান, শিক্ষক -যুক্তরাষ্ট্রের ফ্লামিংহাম স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড পারফরম্যান্স বিভাগ
২৫. সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসীন রশিদ, চেয়ারম্যান, বাংলাদেশ পুনর্গঠন আন্দোলন
২৬. মুতাসিম বিল্লাহ নাসির, শিক্ষক, প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
২৭. টোকন ঠাকুর, কবি 
২৮. চঞ্চল আশরাফ, কবি ও কথাসাহিত্যিক
২৯. অরূপ রাহী, শিল্পী
৩০. ফিরোজ আহমেদ, রাজনীতিবিদ
৩১. আশফাক নিপুণ, নির্মাতা 
৩২. শ্যামল শিশির, চলচ্চিত্র নির্মাতা
৩৩. দীপঙ্কর দাশ, স্বত্বাধিকারী বাতিঘর
৩৪. ড. সাইমুম পারভেজ, শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় 
৩৫. কদরুদ্দীন শিশির, বাংলাদেশ ফ্যাক্টচেক এডিটর, এএফপি
৩৬. কল্লোল মোস্তফা, গবেষক, অ্যাক্টিভিস্ট
৩৭. পারভেজ আলম, লেখক, অ্যাকিটভিস্ট
৩৮. ফাহাম আবদুস সালাম, লেখক
৩৯. জলি তালুকদার, রাজনীতিবিদ
৪০. আফসানা বেগম, কথাসাহিত্যিক
৪১. জিয়া হাসান, লেখক, গবেষক
৪২. বাকি বিল্লাহ, অ্যাক্টিভিস্ট
৪৩. লুনা রুশদী, লেখক, অনুবাদক 
৪৪. আলভী আহমেদ, কথাসাহিত্যিক ও অনুবাদক
৪৫. শামসুল হুদা, এক্সিকিউটিভ ডিরেক্টর এএলআরডি
৪৬. উম্মে ফারহানা, লেখক ও শিক্ষক
৪৭. মাহফুজা মালা, নারী অধিকারকর্মী
৪৮. বীথি সপ্তর্ষি, লেখক ও সাংবাদিক
৪৯. হামীম কামরুল হক, কথাসাহিত্যিক
৫০. সালেহীন শিপ্রা, কবি
৫১. মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক
৫২. জি এইচ হাবীব, শিক্ষক ও অনুবাদক
৫৩. সাইদা আখতার, পরিচালক নারীগ্রন্থ প্রবর্তনা
৫৪. প্রসূন রহমান, চলচ্চিত্র নির্মাতা 
৫৫. আহমেদ স্বপন মাহমুদ, কবি-প্রাবন্ধিক 
৫৬. ধ্রুব সাদিক, প্রাবন্ধিক, সাংবাদিক
৫৭. স্নিগ্ধা রেজওয়ানা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৫৮. ফাতেমা সুলতানা শুভ্রা, শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
৫৯. মুয়ীয মাহফুজ, কবি ও গায়ক
৬০. গাজী তানজিয়া, কথাসাহিত্যিক
৬১. পাপড়ি রহমান, কথাসাহিত্যক
৬২. অমল আকাশ, গায়ক
৬৩. মাহবুব মোর্শেদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক
৬৪. সালাহ উদ্দিন শুভ্র, কথাসাহিত্যিক ও সাংবাদিক
৬৫. মাহাবুব রাহমান, প্রকাশক, আদর্শ 
৬৬. এহসান মাহমুদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক
৬৭. কৃষ্ণকলি ইসলাম, শিল্পী
৬৮. এএইচ চঞ্চল, চিত্রশিল্পী
৬৯. ব্যারিস্টার জিশান মহসিন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
৭০. অ্যাড. নূরে এরশাদ সিদ্দিকী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট 
৭১. অ্যাড. তাজুল ইসলাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট 
৭২. ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূইয়া, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
৭৩. ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী ও রাজনীতিক
৭৪. কামাল উদ্দিন সবুজ, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব
৭৫. সৈয়দ আবদাল আহমদ, লেখক ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব
৭৬. ইলিয়াস খান, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব
৭৭. এম আব্দুল্লাহ, সভাপতি - বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন 
৭৮. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন 
৭৯. জাফর সাদিক, সংগঠক ও বিতর্কিক
৮০. রোজীনা বেগম, অধিকারকর্মী ও গবেষক
৮১. সুলতান মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ; 
৮২. ব্যারিস্টার অনীক আর হক 
৮৩. রেজাউর রহমান লেলিন, মানবাধিকার কর্মী 
৮৪. দিলশানা পারুল, লেখক ও অ্যাক্টিভিস্ট
৮৫. আরিফুল ইসলাম আদীব; সংগঠক, সদস্য, বাংলাদেশ ইন্টেলেকচুয়াল নেটওয়ার্ক 
৮৬. জাফর মাহমুদ, আহ্বায়ক পেশাজীবি অধিকার পরিষদ
৮৭. ব্যারিস্টার নাসরীন সুলতানা  মিলি, নারী সংগঠক ও মানবাধিকার কর্মী 
৮৮. নুসরাত জাহান, অ্যাক্টিভিস্ট ও সাংস্কৃতিক কর্মী
৮৯. কবি আবদুল হাই শিকদার 
৯০. ফয়েজ আহমদ তৈয়্যব, প্রকৌশলী ও টেকসই উন্নয়ন বিষয়ক লেখক;  
৯১. ড. মারুফ মল্লিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক 
৯২. শওকত হোসেন, কবি ও সম্পাদক - হালখাতা 
৯৩. আরশাদ সিদ্দিকী, প্রাবন্ধিক ও গবেষক
৯৪. রবিউল করিম মৃদুল, লেখক ও সাহিত্যিক 
৯৫. জাকারিয়া পলাশ, লেখক ও গবেষক
৯৬. সোহেল রানা, লেখক ও বিশ্লেষক
৯৭. শিমুল সালাহ্উদ্দিন, কবি ও সাংবাদিক
৯৮. তুহিন খান, লেখক ও অ্যাক্টিভিস্ট
৯৯. ফেরদৌস আরা রুমী, লেখক ও নারী অধিকার কর্মী
১০০. মাহবুব আজিজ, কবি ও সাংবাদিক
১০১. ফারুক ওয়াসিফ, কবি ও সাংবাদিক
১০২. সাবেক কূটনীতিক সাকিব আলি 
১০৩. সহুল আহমদ, লেখক ও অ্যাক্টিভিস্ট
১০৪. জায়েদ সিদ্দিকী, চলচ্চিত্র নির্মাতা
১০৫. এ.টি.এম. গোলাম কিবরিয়া, লেখক ও গবেষক
১০৬. রাখাল রাহা, লেখক ও শিক্ষা আন্দোলনকর্মী
১০৭. তন্ময় ইমরান, লেখক ও সাংবাদিক
১০৮. ওয়াসি আহমেদ, কথাসাহিত্যিক
১০৯. খন্দকার সুমন, চলচিত্র নির্মাতা
১১০. মোহাম্মদ আজম, শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়
১১১. মোহাম্মদ নবায়ন পারভেস, আইনজীবি সুপ্রিমকোর্ট
১১২. রাজু আলাউদ্দিন, কবি ও অনুবাদক
১১৩. বন্যা মির্জা, অভিনেত্রী
১১৪. এম এ আজিজ, সাবেক মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
১১৫. খলিকুজ্জামান ইলিয়াস, অধ্যাপক ও অনুবাদক
১১৬. রনক জামান, কবি ও অনুবাদক
১১৭. বায়েজিদ বোস্তমী, কবি গদ্যকার

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম