Logo
Logo
×

জাতীয়

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৮:০৯ পিএম

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

গুরুতর অসুস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে।  

গণস্বাস্থ্য পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। 

শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। কয়েক দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর  অধীনে চিকিৎসাধীন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকেরা তার চিকিৎসার দেখভাল করছেন। এই মুহূর্তে সবার দোয়া খুবই দরকার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম