Logo
Logo
×

জাতীয়

টিসিবির কোটি ফ্যামিলি কার্ড স্মার্টকার্ডে রূপান্তর হচ্ছে

Icon

উত্তরা পূর্ব থানা প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৮:৫২ পিএম

টিসিবির কোটি ফ্যামিলি কার্ড স্মার্টকার্ডে রূপান্তর হচ্ছে

পণ্য হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: যুগান্তর

স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রদত্ত এক কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্টকার্ডে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার সকালে রাজধানীর উত্তরা পূর্ব থানার পলওয়েল মার্কেটের পেছনে রমজান উপলক্ষ্যে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্যের দ্বিতীয় ধাপের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিসিবির ফ্যামিলি কার্ড স্মার্টকার্ডে রূপান্তরের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে।  হাতে লেখা সব কার্ড কিউআর কোড সম্বলিত স্মার্টকার্ডে রূপান্তরিত করা হবে। স্মার্ট কার্ড হয়ে গেলে সব ধরনের অসঙ্গতি দূর হবে এবং কার্ডধারীর কাছে পণ্য সরবরাহ সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

টিপু মুনশি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী নিত্যপণ্য বিশেষ করে খাদ্যপণ্যের দাম বেড়েছে।  যার প্রভাব বাংলাদেশেও পড়েছে।  তবে এ পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষকে সহযোগিতার লক্ষ্যে টিসিবি ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহ করছে।

তিনি আরও জানান, প্রতি মাসে এক কোটি পরিবারকে একবার করে নিত্যপণ্য সরবরাহ করা হলেও রমজানে দুই ধাপে পণ্য বিতরণ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি চলবে। 

উল্লেখ্য, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল এবং ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবেন।

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে সব ধরনের নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।  কোনো পণ্যের সংকট হওয়ার সম্ভাবনা নেই।  

তিনি আরও বলেন, সব পণ্যের মূল্য পরিস্থিতি দেখভালের দায়িত্ব কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের নয়। যেমন পোলট্রি মুরগি, মাংস, মাছ, ডিমসহ  অনেক পণ্য রয়েছে, যা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। এরপরও আমরা সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বা সংস্থার সঙ্গে সমন্বয় করে এমনভাবে কাজ করছি, যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, টিসিবির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টিসিবির পণ্য সংরক্ষণাগার নির্মাণ করা হচ্ছে।  এদিন উত্তরায় টিসিবির একটি সংরক্ষণাগারও উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, সংরক্ষণাগারের মাধ্যমে এই অঞ্চলে পণ্য মজুদ করে কার্ডধারীদের কাছে সহজে পৌঁছে দেওয়া যাবে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মো. আফসার উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম