Logo
Logo
×

জাতীয়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, শতভাগ অনলাইনে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১১:৫৯ এএম

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, শতভাগ অনলাইনে

ঈদে ট্রেনের টিকিট ৭ এপ্রিল থেকে। ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ে এ বছর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনের কথা রয়েছে। 

এর আগে মঙ্গলবার রাজধানীর রেলভবনে ‘ঈদ উপলক্ষ্যে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকের একটি সূত্র জানিয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত। 

অন্যদিকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ঈদে বাড়তি চাপ সামলাতে থাকবে ১০ জোড়া স্পেশাল ট্রেন। সেই সঙ্গে শিডিউল বিপর্যয় ঠেকাতে রেলবহরে যুক্ত হবে ১০টি বাড়তি ইঞ্জিন।

এসব বিষয় নিয়ে আজ বুধবার বিস্তারিত জানানো হবে। এ উপলক্ষ্যে দুপুর ১২টায় রেলভবনে সংবাদ সম্মেলন করার কথা রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম