Logo
Logo
×

জাতীয়

‘বিশ্ব শিশু পুরস্কার’ দৌড়ে বাংলাদেশের রেজোয়ান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৯:০১ পিএম

‘বিশ্ব শিশু পুরস্কার’ দৌড়ে বাংলাদেশের রেজোয়ান

ছোটদের নোবেল প্রাইজখ্যাত ‘বিশ্ব শিশু পুরস্কার’-এর দৌড়ে এগিয়ে থাকা তিনজনের মধ্যে একজন স্থপতি মোহাম্মদ রেজোয়ান। তিনি হলেন শিশুদের কল্যাণে নৌকাস্কুলের উদ্ভাবক। 

এ ছাড়া কানাডা ও ভিয়েতনামের আরও দুই ব্যক্তি ‘শিশু অধিকার নায়ক’ নির্বাচনের শীর্ষ তিনে আছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্বজুড়ে লাখো শিশুর ভোটের মাধ্যমে আগামী ৪ অক্টোবর সুইডেনের মেরিফ্রেডে গ্রিপশোলম প্রাসাদে এই তিনজনের মধ্য থেকে একজনকে সেরা নির্বাচন করা হবে। যার হাতে উঠবে ‘বিশ্ব শিশু পুরস্কার-২০২৩’।

এবারের বিশ্ব শিশু পুরস্কার প্রদান অনুষ্ঠানে হোস্ট হিসেবে থাকবে ১২টি দেশের শিশুরা। শিশুদের সহযোগিতা করবেন সুইডেনের রানী সিলভিয়া। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলোয় সুইডেনভিত্তিক এই পুরস্কারটিকে ‘ছোটদের নোবেল প্রাইজ’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

উল্লেখ্য, মোহাম্মদ রেজোয়ান বাংলাদেশে জলবায়ু বিপর্যয়ের কারণে ক্রমবর্ধমান বন্যা ও দরিদ্র পরিবারের শিশু, বিশেষ করে সুবিধাবঞ্চিত কন্যাশিশুদের স্কুলে পড়ালেখা শেখার অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম