Logo
Logo
×

জাতীয়

নাসির-তামিমার শাস্তি চান রাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩০ পিএম

নাসির-তামিমার শাস্তি চান রাকিব

জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির শাস্তি চান তামিমার সাবেক স্বামী রাকিব হাসান।

মঙ্গলবার হাইকোর্টে সাংবাদিকদের রাকিব বলেন, আমি চাই ন্যায়বিচার হোক। তারা শাস্তি পাক। তারা এক কোর্ট থেকে আরেক কোর্টে ছুটছে। সব জায়গাতেই আমাদের পক্ষেই রায় দিয়েছেন আদালত। সত্যটা সবার সামনে এখন। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা ন্যায়বিচার পাব।

তামিমা ফিরে আসলে তার সঙ্গে সংসার করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে রাকিব বলেন, আইনের প্রক্রিয়া অনুযায়ী তাদের আগে শাস্তি হোক। আমরা আগে সব প্রমাণ করি, তারপর চিন্তা করব সে আসবে কী আসবে না বা আমি নেব কী নেব না। 

এর আগে মঙ্গলবার সকালে তালাক না নিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে করা মামলার বিচার চলবে বলে আদেশ দেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ রিভিশন খারিজ করে এ আদেশ দেন। 

গত বছরের ৯ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।  

মামলার অভিযোগে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। পরে তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জানতে পারেন।

রাকিব অভিযোগ করেন, বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির। তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সি কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম