ভাষা আন্দোলনের পথ ধরেই স্বাধীনতার সংগ্রাম: সাইফুল আলম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৯ পিএম
যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম বলেছেন, ভাষাশহিদদের আত্মত্যাগের কারণেই বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল। আর ভাষা অন্দোলনের পথ ধরেই দানা বাঁধে পরবর্তী আন্দোলন সংগ্রাম। এরই ধারাবাহিকতায় তৈরি হয় স্বাধীনতা সংগ্রামের পথ। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তারা আমাদের জাতীয় বীর। তাদের কারণেই আজ বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। দেশে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাইফুল আলম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। তাদের বেড়ে ওঠার পথ যেন মসৃণ হয়, সে বিষয়ে অধিকতর যত্নবান হতে হবে। তাদের সমাজের বোঝা না ভেবে, সম্পদে পরিণত করতে হবে। এ ধরনের শিশুরা একেকজন একেক বিষয়ে আগ্রহী হয়। যারা যে বিষয়ে পারদর্শী তাদের সে বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান প্রফেসর নাসিমুন নেসা। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম, যুগ্ম সম্পাদক নাসের ইকবাল যাদু এবং মনের আকাশ বইয়ের লেখক জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দীন কুটু। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি নুরুল করিম চৌধুরী জিন্নাহ, কার্যনির্বাহী পরিষদ সদস্য রীতা জেসমিন, লাবণ্য আহমেদ, আবুল কালাম আজাদ খান, কাউন্সিলর মাহমুদ খান বিজু, মো. সেলিম, মাইনুল হাসান সোহেল মামা, আতিকুর রহমান উজ্জল, দীপা আহমেদ, বাশিকপ পরিচালক ইয়াসমিন আরা ডলি প্রমুখ।