Logo
Logo
×

জাতীয়

ইবিতে র‌্যাগিংয়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৪ পিএম

ইবিতে র‌্যাগিংয়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক।

কমিটিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শাহবুব আলমকে রাখা হয়েছে।

দুপুর ১২টার দিকে দুই সদস্যের প্রতিনিধিদল ক্যাম্পাসে এসেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা প্রক্টর অফিসে অবস্থান করছেন বলে জানা গেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী তথ্যটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সহকারী অধ্যাপক শাহবুব আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারব বলে আশা রাখি।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় করা রিটের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার তদন্ত কমিটি ঘটনের আদেশ দেন হাইকোর্ট।

আদেশে কুষ্টিয়ার জেলা প্রশাসককে তিন কার্যদিবসের মধ্যে এ কমিটি গঠনের নির্দেশনা দেন। কমিটি করার পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম