Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ সফরে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৩৫ পিএম

বাংলাদেশ সফরে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ

শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্টগার্ডের ‘আইসিজিএস সৌরিয়া’ ও ‘আইসিজিএস রাজবীর' নামে দুটি জাহাজ। 

শুক্রবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে চলমান ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসেবে শুক্রবার জাহাজ দুটি ৬ দিনের সফরে চট্টগ্রাম পৌঁছেছে। 

বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখা থেকে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান ভারতীয় কোস্টগার্ডের জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং চট্টগ্রাম বহির্নোঙর পর্যন্ত স্কর্ট প্রদান করে নিয়ে আসে। 

পরে চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় ‘বিসিজিএস শ্যামল বাংলা’ ভারতীয় জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং স্কর্ট প্রদান করে চট্টগ্রাম বন্দর জেটিতে নিয়ে আসে। 

আগমনকারী ভারতীয় জাহাজ দুটিতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রবীন্দ্র কুমার ও কমবিট (জেজি) ভেঙ্কটেশ্বর থাপলিওল অধিনায়কের দায়িত্ব পালন করছেন। 

ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, জাহাজ দুটির সফর ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং দুই দেশের কোস্টগার্ডের মধ্যে বিস্তৃত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত ও বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ডের মধ্যে জাহাজের নিয়মিত সফর যৌথ সমুদ্রসীমায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকার প্রদর্শনের পাশাপাশি দুই দেশ ও তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়াকে আরও শক্তিশালী করতে অবদান রাখে। এগুলো হলো ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর মৈত্রী ও সহযোগিতার দৃশ্যমান বহিঃপ্রকাশ।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, শুভেচ্ছা সফরের অংশ হিসেবে আসা জাহাজ দুটির অধিনায়করা কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া ও জোনাল কমান্ডার পূর্ব জোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ দূষণ রক্ষায় (ওয়াটার ও অয়েল) ভারতীয় কোস্টগার্ডে ভারতীয় কোস্টগার্ড জাহাজদ্বয়ে ব্যবহৃত সরঞ্জামাদি ও কর্মপরিধির ওপর একটি বিশেষ ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ কর্মসূচি ও মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম