রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহায়তার ওপর গুরুত্বারোপ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:২৫ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আইলিন বর্তমানে চার দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সিদ্ধান্তের প্রশংসা করেন। রোহিঙ্গাদের জীবন-জীবিকার চাহিদার বিষয় বিবেচনায় নিয়ে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার বিষয়ে তারা আলোচনা করেন।
পররাষ্ট্র সচিব জাতিসংঘে রোহিঙ্গাদের পক্ষে সব প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং গণহত্যাকে স্বীকৃতি দেওয়াকে স্বাগত জানান। তারা বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু ও অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।
এ ছাড়াও, তারা পারস্পরিক স্বার্থ ও অগ্রাধিকারসংক্রান্ত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় বিশেষ করে মানবিক সহায়তা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসন, প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, উন্নয়ন সহযোগিতা, সমুদ্রবিষয়ক নিরাপত্তা, আইন প্রয়োগকারী সংস্থাসমূহ শক্তিশালীকরণ, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এ বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডিরেক্টর ফর সাউথ এশিয়া রিজিওনাল এফেয়ার্স কর্নেল ব্রায়াম লুটি এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাউথ, সেন্ট্রাল এশিয়া ব্যুরোর অফিস ফর নেপাল, শ্রীলংকা, বাংলাদেশের ডিরেক্টর স্কট আরবোম, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা ফেভ, পলিটিক্যাল সেকশনের চিফ আর্টথ্রো হিনস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম এফেয়ার্স ইউনিট) মো. খুরশেদ আলম, মহাপরিচালক (আমেরিকাস) নাঈম উদ্দীন আহমেদ, মহাপরিচালক (মিয়ানমার) মিয়া মো. মাইনুল কবির, মহাপরিচালক (উত্তর আমেরিকা) মাসুদুল আলম, পরিচালক (আমেরিকাস) হাসান আব্দুল্লাহ তৌহিদ।
রোববার মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও সংস্কৃতি চর্চার সুযোগসহ অন্যান্য সুবিধাদি পরিদর্শন করে। এ ছাড়াও সোমবার বিকালে প্রতিনিধি দল বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে।